কোনো কোনো হারানোর বেদনায় আমরা হয়ে যাই বোধহীন, নিথর। নীল ধ্রুবতারাও এমন দিশেহারা পথিককে দেখাতে পারে না নতুন পথের দিশা। মানব মনের এই গভীরতম অনুভূতি মূর্ত হয়ে আছে হেমন্ত মুখোপাধ্যায় এর “আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা” গানে। উপভোগ করুন সিলন চায়ের সাথে।
By-SEYLON Music Lounge