ফুল আছে কাঁটা আছে কোনটা যাবে কার কাছে (Phul Ache Kata Ache) শিল্পীঃ সাবিনা ইয়াসমিন, চলচ্চিত্রঃ লাভ ইন সিঙ্গাপুর।

2020-05-19 42

পরিচিতি সংক্ষেপঃ-
===============
* গানের কথাঃ ফুল আছে কাঁটা আছে কোনটা যাবে কার কাছে.........
* গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার / এম এ মালেক,
* সুরকারঃ আজাদ রহমান,
* শিল্পীঃ সাবিনা ইয়াসমিন,
* গানের দৃশ্যেঃ ববিতা / মাহমুদ কলি প্রমুখ,
* চলচ্চিত্রঃ লাভ ইন সিঙ্গাপুর (মুক্তিঃ ১১ জুন-১৯৮২ইং),
* পরিচালকঃ আজিজুর রহমান বুলি।

দুটি কথাঃ-
==========
আমি জানি যে হৃদয়টা মশালের মত নয়,যা দিয়ে আমি সকলের মনটাকে আলোকিত করতে পারবো,তবুও চেষ্টাটা আমার অব্যাহত থাকবে,যদি এই পুরনো চলচ্চিত্রের সাদাকালো গানগুলির মাধ্যমে কিছুটা আপনাদের মনকে রাঙানো যায়, আনন্দ দেয়া যায়।
আমি ছেলেবেলা থেকেই সাংস্কৃতিমনা,মূলত ছড়াকার,ছড়া,কবিতা লিখি,তাছাড়া গানের প্রতিও অনুরাগ নেহায়েৎ কম নেই।৬০,৭০,ও ৮০ দশকের বাংলা চলচ্চিত্রের রুপালী গানগুলি অনেক অনেক ভালবাসি,কেননা আমার কৈশোর ও যৌবনের সাথে ঐ গানগুলি নিবিড়ভাবে মিশে আছে।
আমার যা ভালোলাগে, আমি সবার মাঝে তা ছড়িয়ে দিতে চাই।যখন দেখলাম বাংলা চলচ্চিত্রের রুপালী গানগুলি হারিয়ে যাবার উপক্রম হচ্ছে,আর তখনই মাধ্যম হিসেবে ডেইলিমোশনকে বেছে নিলাম। সোনালী দিনের রুপালী গানগুলি বুকের ভিতরে প্রচণ্ড নাড়া দেয় বলেই এপথে চলা আমার।

সবাইকে শুভেচ্ছা,ভালোবাসা আর অভিনন্দন।

Two words:-
==========
I know that the heart is not like a torch, with which I can enlighten the minds of all, yet my effort will continue, if the simple songs of this old movie can make your mind wander a bit, give pleasure.I love the silver songs of Bangla films of the 60's,70's and 80's decades, because they are so closely associated with my adolescence and youth.Whatever I like, I want to spread it to everyone. When I saw the silver songs of the Bengali movie being lost, I chose Dailymotion as the medium.I walk this way because the silver songs of the golden days move my heart.

Greetings, love and congratulations to all.

Videos similaires