মন্দ লোকের কথায় থেমে থাকে নি কিশোর দাশ, শৈবাল দাশ, অনুপম দাদা, অমিত দাদারা।
কিশোর কুমার দাশ বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে কোটি অনাহারী মানুষের মুখে তুলে দিয়ছেন খাদ্য আর অবহেলিত মানুষের মধ্যে ছড়িয়েছে শিক্ষার আলো।
কমিশনার শৈবাল দাশ সুমন তার রাত দিন পরিশ্রমের ফলে জামালখান ওয়ার্ডকে সাজিয়েছেন অপরূপ সৌন্দর্যে।
অনুপম দেবনাথ যিনি সমাজ সংগঠনের মাধ্যমে রাস্তায় অবহেলিত সহস্র মা, বাবাদের মাঝে ফুটিয়েছেন হাসি।
অমিত ধর কখনো অনাথদের সাহায্যে, কখনো যুব সমাজের সাহায্যে আবার কখনো অসহায়দের মাঝে নিরব প্রচারে উপহার বিতরণ করে যাচ্ছেন। ভালো কাজে কি মন্দ কথা ফ্রি