'মেয়েকে তোমায় ফিরিয়ে দেব' স্বামীর এই ফোন কলে বাড়ি থেকে বের হয়েই বিপত্তি!তিনদিন পর উদ্ধার মহিলার ঝুলন্ত মৃতদেহ!

2020-05-17 295

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( বলরাম চক্রবর্তী, কোতুলপুর) : স্বামীর সাথে বনিবনা ছিল না।তাই চোরকলার শ্বশুর বাড়ী ছেড়ে বাপের বাড়ীতেই থাকতেন ময়না বিনি (৩০)।তার একটি ছোট মেয়ে থাকলেও তাকে আটকে রেখে দেয় তার স্বামী। সেই কারণে কিছুটা মানসিক ভাবে ভেঙ্গেও পড়ে ময়না। ইদানিং তার দাদা,বৌদি চিকিৎসার ব্যবস্থাও করেন। ফলে কিছুটা ভালোও ছিলেন ময়না বিবি।
লকডাউনের মধ্যেই বুধবার মেয়েকে ফেরত দেওয়ার অছিলায় ফোন করে তাকে ডেকে পাঠায় স্বামী সেখ রেজ্জাক। এরপর বৃহস্পতিবার বাড়ী থেকে মেয়েকে আনতে বের হয় ময়না। কিন্তু, আর বাড়ী ফেরেন নি। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর, আজ কোতুলপুর থানার গোপালপুর আখড়া সাল খালধার থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তেও পাঠায়। মৃত ময়না বিবির বৌদির অভিযোগ, তার ননদের মৃত্যুর জন্য তার স্বামী রেজ্জাকই দায়ী।
অন্যদিকে,এটি নিঝক আত্মহত্যা না হত্যা? তার কিনারা করতে তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ।

Videos similaires