লকডাউনে মধ্যস্ততার মাধ্যমে আইনি বিবাদ মেটাতে অন লাইনে শুনানি শুরু করে ফের নজির বাঁকুড়া জেলা আদালতের।

2020-05-16 41

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনের মধ্যে আইনি পরিষেবা আম জনতার কাছে পৌঁছে দিতে, অনলাইন শুনানিকে হাতিয়ার করে ইতিমধ্যেই ভালো সাড়া পেয়েছে বাঁকুড়া জেলা আদালত।
এবার দেশের মধ্যে জেলা আদালতে এই প্রথম মধ্যস্থতার মাধ্যমে আইনি বিবাদ মামলা মেটাতে অনলাইন শুনানির ব্যবস্থাও চালু করে ফের নজির গড়ল বাঁকুড়া জেলা আদালত।
এর ফলে, লকডাউনে ঘরে বসেই অনলাইনে দুই পক্ষ এবং মধ্যস্ততায় যুক্ত আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারবেন। তাদের আর আদালতে উপস্থিত থাকতে হবে না।
মধ্যস্ততার মাধ্যমে মামলার বেশীর ভাগই বৈবাহিক সম্পর্ক কেন্দ্রিক। এই মামলা যাতে লকডাউনের মধ্যে জমে না যায় তার জন্যই বাঁকুড়া জেলা আদালতে এই অনলাইন শুনানির মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির কাজ শুরু করেদিল আজ থেকেই। এদিন দুটি মামলার অনলাইন শুনানি সারেন জেলা জাজ অপূর্ব সিনহারায়।
কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এন্ড কন্সিলিয়েশন কমিটি এবং বাঁকুড়া ডিএলএস লকডাউনে জেলায় অনলাইনে মিডিয়েশন মামলার সুযোগ করে দেওয়ায় জেলায় আইনি পরিষেবা যে অন্য মাত্রা পেল তা বলাই বাহুল্য।