লকডাউনের মধ্যেই ছাতনায় বিডিওকে অপসারণের দাবীতে অবস্থান বিক্ষোভে ভারতীয় জনতা কিষাণ মোর্চা।

2020-05-16 130

[15/05, 4:11 pm] AMITABHA DAS: #বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনের মধ্যেই ছাতনার বিডিওর বিরুদ্ধে ১০০ দিনের কাজে দূর্নীতি, এবং এলাকায় উন্নয়নে ঘাটতির অভিযোগ তুলে তার অপসারণের দাবীতে সরব হল বিজেপির কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষাণ মোর্চা। আজ বিডিও অফিসের সামনে মুখে মাস্ক বেঁধে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে প্রতীকী আবস্থান বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্য ও জেলার নেতৃবৃন্দ।
কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য জীবন চক্রবর্তী বলেন,ছাতনার বিডিও শাশ্বতী দাসের অপসারণের দাবীতে আজ এই অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ছাতনা ব্লকে ১০০ দিনের কাজে দূর্নীতি চলছে। কাজ যেখানে হচ্ছে সেখানে কাজের তথ্য গোপন করতে বোর্ড লাগানো হচ্ছেনা। কাজ হয়ে যাওয়ার পরে বোর্ড লাগিয়ে নিয়ম রক্ষা করা হচ্ছে। পাশাপাশি ছাতনায় উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। তাই ব্লকের হাল ফেরাতে এই বিডিওর অপসারনের দাবী তুলছে কিষাণ মোর্চা।
#দেখুন ভিডিও।
[15/05, 10:16 pm] AMITABHA DAS: #বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভিন জেলা বা রাজ্য থেকে করোনা আক্রান্ত কেও যেন গ্রীণজোন বাঁকুড়ায় ঢুকে পড়তে না পারে, তার জন্য জেলার জঙ্গলমহলের সারেঙ্গায় পশ্চিম মেদিনীপুর সীমানাবর্তী কারভাঙ্গায় বিশেষ নাকা চেকিং চালায় সারেঙ্গা থানার পুলিশ। আজ বিকেল থেকে এই বিশেষ নাকা শুরু হয়। এবং এই সময় চেন্নাই থেকে বাসে করে জেলায় ঢুকে পড়া ১০ জন পরিযায়ী শ্রমিককে পুলিশ মেডিকেল চেকআপের জন্য সারেঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। এদিন বিকেলে নাকা চেকিং করার সময় এই বাসটিকে আটকায় পুলিশ। যেহেতু এই বাসের যাত্রী ১০ জন পরিযায়ী শ্রমিকের রাজ্যে এন্ট্রির পাস ছিল, তাই তাদের জেলায় প্রবেশ করতে দেওয়া হয়। এই বাসের দশ জনের মধ্যে ২জনের বাড়ী সারেঙ্গায় এবং বাকিদের বাড়ী সিমলাপালে। এই শ্রমিকদের মেডিকেল পরীক্ষার পর হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানা গেছে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে।

Free Traffic Exchange

Videos similaires