আল্লাহ সকল রাজা-বাদশা, ক্ষমতাশালী, বিত্তশালী ও তাদের সন্তানদের ডেকে জিগ্যাসা করবে আজকের অধিপতি কে

2020-05-13 11

আল্লাহ তা'আলা মালিক, বাদশাহ, একচ্ছত্র অধিপতি।
একচ্ছত্র অধিপতি ঐ সত্তা যিনি সমস্ত রাজত্বের একক অধিকারী। সুতরাং তিনি রাজাধিরাজের বিশেষণের অধিকারী। আর এটি বড়ত্ব, প্রভাবশালীত্ব প্রকাশক একটি গুণ। তিনি এমন সত্তা যার সৃষ্টি করা এবং নির্দেশ জারি ও প্রতিদান দেয়ার নিরঙ্কুশ অধিকার রয়েছে। নভোমণ্ডল ও ভূমণ্ডল তাঁরই, সব কিছুই তাঁর বান্দা ও মালিকানাধীন, তাঁরই অনুগত।
নিশ্চয় তিনি আল্লাহ, একচ্ছত্র অধিপতি। {তিনিই একমাত্র মালিক, পবিত্র}[সূরা: আল-হাশর, আয়াত: ২৩]
তিনি মালিক (অধিপতি)।
তিনি বড় ও মহান। বান্দার কর্মসমূহ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। সুতরাং সমগ্র সৃষ্টি তাঁর দাস ও অনুগত। তিনি তাদের অধিপতি ও মালিক।
তাঁর জন্যই সমস্ত রাজত্ব। এমন কোন রাজা বা নেতা নেই যে তাঁর অধীনে নয়। আসমান ও জমিনে এমন কোন কল্যাণ নেই যা তাঁর দান ও অনুগ্রহ নয়। আল্লাহ তা'আলা বলেন: {আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর|}[সূরা: আল-বাক্বারাহ, আয়াত: ২৫৫]
তিনি মালিক (অধিপতি)।

Videos similaires