লকডাউনে পুলিশের নজর এড়িয়ে নদীতে সাঁতরে বাড়ী ফেরার চেষ্টা,জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির।

2020-05-13 5

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনে পুলিশের নজর এড়িয়ে দামোদরে সাঁতরে মেয়ের বাড়ী থেকে নিজের বাড়ী ফিরতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু হল এক ব্যাক্তির। নাম মারু বাউরী(৫০)। তিনি জেলার মেজিয়া থানার নামো মেজিয়ার বাসিন্দা। এবং মেজিয়ার তারাপুর ঝিলে কেয়ার টেকারের কাজ করতেন। তিনি স্ত্রীকে সাথে নিয়ে দিন চার-পাঁচ আগে নদী সাঁতরে ওপারে রাণীগঞ্জ থানার আমড়াসতা গ্রামে এসেছিলেন। আজ সকাল আটটা নাগাদ নদীতে সাঁতরে ফের নিজের বাড়ী ফেরার সময় তার শারীরিক সমস্যার জন্য সাঁতরা দিতে না পারায় নদীর জলে ডুবে যান। স্ত্রী চিৎকার করলে নেপুর গ্রামের জনা কয়েক গ্রামবাসী ঘটনা টের পান। তারাই নদীতে মৃতদেহ ভেসে আসতে দেখে, তা, বাঁশ দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া মেডিকেলের মর্গে ময়না তদন্তে পাঠায়।

Videos similaires