#বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : বেঙ্গালুরু থেকে বিশেষ ট্রেনে আসা ১২০০ জন যাত্রী স্টেশন চত্বর ছেড়ে যাওয়ার পর বাঁকুড়া রেল স্টেশন চত্বরের টিকিট ঘর,ও সাইকেল স্ট্যান্ড লাগোয়া এলাকা জুড়ে জীবানু মুক্ত করার কাজ শুরু করল বাঁকুড়া পুরসভা৷ জেলা পুকিশের গাড়ী, অন্যান বাস এবং স্টেশন চত্বর জীবানু নাশক স্প্রের কাজ চলছে পুরো দমে।