Bankura : বাঁকুড়ায় শুরুর দোড়গোড়ায় কোভিড ল্যাব, আরটি-পিসিআরের পাশাপাশি থাকছে ট্রুনাট বিটা কোভ টেস্ট মেশিনও।

2020-05-11 534

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টিং ল্যব সাত দিনের মধ্যেই বানিয়ে ফেলল হাসপাতাল কতৃপক্ষ। প্রায় এক কোটি টাকা ব্যায়ে বিভিন্ন মেশিন পত্রও বসানো শেষের মুখে। আজ এই ল্যাবের শেষ পর্যায়ের প্রস্তুতি পরিদর্শন করেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ পার্থপ্রতিম প্রধান। তিনি বলেন যাবতীয় প্রস্তুতি শেষের মুখে। এবার আইসিএমআর চুড়ান্ত ছাড়পত্র দিলেই জেলায় কোভিড টেস্টিং ল্যাব চালু হয়া যাবে। এবং এটা চালু হলে বাঁকুড়া মেডিকেলের ফিভার ক্লিনিকের রোগীদের লালারস এখানেই পরীক্ষা করা যাবে। এবং সেক্ষেত্রে দিন প্রতি গড়ে ১০০ পর্যন্ত স্যাম্পল টেস্ট করার পরিকাঠামো থাকছে বলে জানা যাচ্ছে। তবে পরে এই সংখ্যা বাড়ানো হবে।
প্রসঙ্গত, বাঁকুড়ায় করোনা পরীক্ষা কেন্দ্র গড়ার অনুমোদন মেলার পর আইসিএমআরের গাইডলাইন মেনে রাজ্যের করোনা কমিটির উপদেষ্টা ডাঃ অভিজিৎ চৌধুরীর ততত্ত্বাবধানে এই ল্যাব তৈরির কাজ শুরু করে হাসপাতাল কতৃপক্ষ। আরটি-পিসিআর টেস্ট (রিভার্স ট্রান্সক্রিপশ-পলিমারেজ চেন রিঅ্যাকশন) পদ্ধতিতে পরীক্ষার যন্ত্রের পাশাপাশি,ট্রুনাট বিটা কোভ টেস্ট মেশিনও থাকছে। এই যন্ত্র আগে টিবি রোগের ক্ষেত্রে ব্যবহৃত হত। সম্প্রতি আইসিএমআর এটিকে কোভিড টেস্টে কাজে লাগানোর সম্মতি দিয়েছে।কার্টিলেজ বেস ব্যাটারি চালিত এই টেলিফোনের সাইজের এই যন্ত্রটি চিপ নির্ভর পদ্ধতিতে এক ঘণ্টার মধ্যেই ফল জানিয়ে দিতে পারে। দিনে ১৫ জনের পরীক্ষা খুব সহজে এতে করা যায়। এই দুটোই থাকছে এখানে। মেডিকেলের নুতন ভবনের মাইক্রোবায়োলজি বিভাগ সংলগ্ন দোতালায় গড়ে তোলা হয়েছে এই ল্যাব। খুব শীঘ্রই এই ল্যাব চালু হয়ে যাবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ পার্থপ্রতিম প্রধান।

Videos similaires