Bankura : লকডাউনে নিমেষে ওয়ালেট থেকে গায়েব ৪০ হাজার টাকা! সক্রিয় প্রতারণা চক্র। সতর্ক থাকুন আপনিও

2020-05-11 384

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনে ভার্চুয়াল পেমেন্টের চল বাড়ছে গ্রামে গঞ্জেও। আর সেই সুযোগ কে কাজে লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চক্র সক্রিয় হয়ে উঠেছে। অনলাইনে জেলার গোবিন্দধামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর ইউপিআই ওয়ালেট থেকে চল্লিশ হাজার টাকা ধাপে,ধাপে কয়েক সেকেন্ডর ব্যবধানে গায়েব করে ফেলে একটি আন্তঃ রাজ্য প্রতারণা চক্র।
এই চক্রের অপারেট করা দুটি ফোন নাম্বার থেকে জানা যাচ্ছে যে নাম্বার দুটির একটি বিহারের ও অন্যটি কর্নাটকের। এই নাম্বার ব্যবহার করে ওটিপি জেনে বা ওয়ালেটের পিন হাতিয়ে তারা লকডাউনে লক্ষ,লক্ষ টাক জালিয়াতির ছক করেছে। এই অবস্থায় সর্বদা সতর্ক থাকুন আপনিও। নাহলেই যে কোনো মুহূর্তে আপনার ভার্চুয়াল ওতালেট খালি হয়ে যেতে পারে নিমেষে। তাই কোনমতেই ফোন কলে ওটিপি বা পিন শেয়ার করা থেকে বিরত থাকুন। আর প্রয়োজনে ফোন কল আগে যাচাই করে দেখে নিন সেটা কোথাকার। বা সন্দেহজনক কিনা। পাশাপাশি কোনো আজানা লিংকে ক্লিক করাও বন্ধ করুন। মনে রাখবেন কোন ব্যঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার কাছে কোন পিন বা ওটিপি নাম্বার জানতে চাইবে না। কোন নাম্বার থেকে আপনার একাউন্ট বা ইউপিআই ওয়ালেট সম্পর্কে তথ্য চাইলেই সেই কল কেটে দিন। এবার ওই নাম্বারটি উল্লেখ করে নিজের থানায় অভিযোগ দায়ের করুন বা জেলার সাইবার ক্রাইম থানায় বিষয়টি জানান।
এদিকে,গোবিন্দ ধামের ওই ব্যবসায়ী সংশ্লিষ্ট থানার পাশাপাশি বাঁকুড়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। শুরু হয়েছে তদন্তও।

Videos similaires