055) Surah Ar Rahman - সূরা আর রাহমান - বাংলা অনুবাদ

2020-05-09 93

Heart touching byঃ Qari_Shakir_Qasmi
সুমধুর কন্ঠের কোরআন তেলাওয়াত

আসসালামু আলাইকুম!
যতই শুনি ততই মুগ্ধ হই.আল্লাহর পবিত্র বানী তিলাওয়াত করে কখনও মানুষ ক্লান্ত হয় না ! কোরআন তিলাওয়াত -ভালোবাসা ও আমল আমাদের মানব জীবনে প্রকৃত তৃপ্তি ও শান্তি কুরআন শিক্ষার মাধ্যমেই সম্ভব । তাই বেশী বেশী করে শুনতে থাকুন, দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ!
#সূরা #আর_রহমান (আরবি: #الرحمن) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৫৫ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৭৮ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৩। সূরা আর রহমান মক্কায় অবতীর্ণ হয়েছে।

এই সূরায় জ্বীন ও মানব জাতিকে উদ্দেশ্য করে বারবার প্রশ্ন করা হয়েছে, "অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?" এ আয়াতটি ৩১ বার রয়েছে।