গত ১১-১৫ জানুয়ারী পর্যন্ত কলকাতায় যাওয়া হয়েছিলো অফিসিয়াল কাজে। বরাবরই কলকাতার রাস্তার মাজাদার চা সবাইকে টানে। বিভিন্ন মসলা ও ভালো মানের দুধ দিয়ে তৈরী এ মজাদার চা কলকাতায় ভ্রমনকারীদের প্রথম পছন্দ। চা বানানোর কায়দাটাও বেশ উপভোগ্য। কলকাতার নিউমার্কেট এরিয়ায় চা খাওয়ার আগে একটু ভিডিও করা।