Ami Sajabo Tomare Amar Moner Moto Kore Baul Sharmin New Bangla Folk Song 2020

2020-03-30 10

Ami Sajabo Tomare Amar Moner Moto Kore Baul Sharmin New Bangla Folk Song 2020

New Bangla Folk, Ami Sajabo Tomare, Amar Moner Moto Kore, Baul Sharmin, New Bangla Folk Song 2020, Moner Moto Kore, Moner Moto Kore Baul Sharmin,

==========================================================
করোনা ভাইরাস থেকে নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখার সহজ উপায় ।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস (২০১৯-এনকোভি)। সাধারণ কিছু সতর্কতা অবলম্বন করে এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব ।

শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে। কিছু মানুষের জন্য এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে। এর ফলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অর্গান বিপর্যয়ের মতো ঘটনাও ঘটতে পারে ।

তবে খুব কম ক্ষেত্রেই এই রোগ মারাত্মক হয়। এই ভাইরাস সংক্রমণের ফলে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি।এ ব্যাপারে করণীয় কিছু বিষয় উল্লেখ করেছে ইউনিসেফ ।

https://www.bhorerkagoj.com/2020/03/09/নিজেকে-ও-অন্যকে-সুরক্ষিত/