জয়দেব মেলা । জয়দেব-পদ্মাবতী । মকর সংক্রান্তির কেন্দুলীর মেলা । Joydeb mela of makar sankrati...

2020-01-20 21

"গীতগোবিন্দম্‌" -এই অনবদ্য ও বিখ্যাত গীতিকাব্য -এর রচয়িতা ভক্ত-কবি জয়দেব । আজ জয়দেব কবির জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানতে পারব এখানে । জয়দেব কবির পৌষমাসের মকর সংক্রান্তির গঙ্গাস্নান -কে কেন্দ্র করে কবিকে শ্রদ্ধাজ্ঞাপনে জয়দেব মেলার সূচনা ।

*************
এই চ্যানেলে দেখানো গল্প- কাহিনী বিভিন্ন সূত্র – যেমন বিভিন্ন বই, ইন্টারনেট ইত্যাদি থেকে সংগৃহীত । এই চ্যানেলে দেখানো গল্প-কাহিনী শুধুমাত্র বিনোদনের জন্য । কাহিনী বা কাহিনীর প্রেক্ষিতে বলা বক্তব্য কোনও ব্যক্তি, জাতি বা ধর্ম ইত্যাদিকে আঘাত বা অসম্মানের উদ্দেশ্য নয় । কাহিনীর প্রেক্ষিতে কোনো ব্যক্তির কার্যকলাপ বা সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজস্ব ইচ্ছাধীন; এই চ্যানেল এই সংক্রান্ত কোন বিষয়ে কোনোভাবেই দায়ী নয় ।
ত্রুটি মার্জনীয়।