Dwariberia_kalimata_mondir_churichu Dwariberia kalimatad mondir churi / সুতাহাটার দ্বারিবেরিয়ায় কালী মন্দিরে দুঃসাহসিক dwariberia kalimaa thip attack /

2020-01-08 42

সুতাহাটার দ্বারিবেরিয়ায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত দ্বারিবেরিয়া গ্রামের 170 বছর পুরনো প্রাচীন কালীমন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে মন্দিরে পুজোর পর তালা লাগিয়ে চলে যান মন্দিরের পুরোহিত। এরপর সকালবেলা এসে মন্দিরের তালা খোলার পর পুরোহিত দেখতে পান মন্দির থেকে সমস্ত সোনার গহনা এবং নগদ টাকা চুরি হয়ে গেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মন্দির কর্তৃপক্ষের অনুমান মন্দির থেকে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার সোনার ও রুপোর গহনা চুরি হয়ে গেছে। যদিও এই ঘটনায় কোনো রকম রাজনৈতিক কারণ নেই বলে মত মন্দির কর্তৃপক্ষের। তবে মন্দিরের মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে জানা যাচ্ছে রাত্রি প্রায় একটা নাগাদ মুখে চাদর জড়িয়ে তিন জন দুষ্কৃতী এসে ওই মন্দিরে চুরি করে নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে এই খবর জানাজানি হতেই স্থানীয় সুতাহাটা থানায় খবর দেওয়া হলে সুতাহাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় তদন্ত শুরু করে Dwariberia kali. Dwariberia kalimata mondir churi / সুতাহাটার দ্বারিবেরিয়ায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরি / kalim@kalkalim@kakalimkalim@kalkalim@kakalikalim@kalkalim@kakalka/kali maa thip attack / mandir churi / dwariberia mondir churi

Videos similaires