সাসপেন্ড হতে পারেন সুদীপ রায় বর্মণ? দেখুন বিস্তারিত

2019-12-29 5

আগরতলা পৌর পরিষদের অনুমতি ছাড়া আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অরাজনৈতিক মঞ্চের নাম দিয়ে পোস্টার লাগানোর কারণে আজ আগরতলা পৌরসভার কর্মীরা শহরের বিভিন্ন জায়গা থেকে সমস্ত পোস্টার খুলে নেয়। সোনামুড়ার নবম শ্রেণীর ছাত্রীর ধর্ষণের ঘটনার পরেই সুদীপ রায় বর্মন জিবি হাসপাতাল এ গিয়ে রোগী এবং পরিবার পরিজনদের দেখে আসেন এবং তারপরে সুদীপ রায় বর্মন উ্নি ওনার ফেইসবুক পেইজে একটি চিঠি আপলোড করেন এবং ত্রিপুরার প্রতিদিন ঘটে যাওয়া নারী নির্যাতনের প্রতিবাদ করার জন্য আগামী ৩ জানুয়ারি ২০২০ সালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে একটি অরাজনৈতিক মঞ্চের আড়ালে প্রতিবাদ করার জন্য শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে সামিল হতে আহ্বান জানিয়েছিলেন।
Plz visit https://www.ajkerfariad.com

Free Traffic Exchange

Videos similaires