Jontrona Lyrics
আমার চোখে সব কিছু ঝাপ্সা মনে হয়।
আমার মনে সব কিছু কেনো এলোমেলো লাগে।
দিনের শুরু থেকে ভাবি শুধু তোমায় নিয়ে।
মনে তবু এক কঠিন যন্ত্রণা, অন্ত নেই
মন থেকে কি করে ভুলে যাবো তোমারই ছবি।
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে!
যন্ত্রণা, অন্ত নেই
আজো কেনো জেনো লাগে, এখনো সব কিছুই যে শেষ হয়নি এখনো বাকি।
কেনো তোমার কথা এখনো কানে বাজে
না বলা কথা গুলো রয়ে গেলো
অসমাপ্ত
মন থেকে কি করে ভুলে যাবো তোমার ছবি
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে
যন্ত্রনা, অন্ত নেই
যন্ত্রনা, অন্ত নেই
Artist : Mohon Sharif
Music, Lyrics & Produced by : Mohon Sharif
Master Engineer : Amit Chaterjee
Cast : Sunerah Binte Kamal, Sariful Razz
Director : Taneem Rahman Angshu
DOP : Sumon Sarker
EP : Xefer Rahman