আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ .......................
আমি নানা ভাই বলছি, আমার পরিচয়টি শুধু এটুকুই জানুন। এই নানা ভাই চ্যানেলটির আমি একজন পরিচালক হিসেবে আছি। আমার পরে আমার হককানি সন্তান কিংবা হককানি কোন আলেম পরিচালনা করবে। আমি যে হককানি আলেম সেটা বলছি না। আমি অতি সামান্য আল্লাহর বান্দা। আমি টেকনোলজিকে ভালো পথে নিয়ে আসছি বলে, আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি আমার নাম কামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বিনের পথে নামিনি ও এই টেকনোলজি তৈরী করেনি। শুধু মাত্র দোজগের আগুন ও ভয়ংকর শাস্তির ভয়ে আজ আমি দ্বিনের পথে নেমেছি এবং আপনাদেরকে দ্বিনের পথে দাওয়াত দেওয়ার উদ্দ্যেশে একটি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছি। এই সব কিছুর উদ্দ্যেশ হলো রসূলের দ্বিনের দেখানো পথে সবাই চলা।