বাতিল কাপড় দিয়ে নতুন পোশাক
2019-07-26
9
প্রতিদিন বিশ্বজুড়ে নানা ধরনের ও ডিজাইনের পোশাক তৈরি হয়৷ কিন্তু এসময় বিপুল পরিমাণ কাপড় থাকে উদ্বৃত্ত৷ এই বাড়তি কাপড়ের টুকরাগুলোর স্থান হয় ডাস্টবিনে৷ এস্টোনিয়ার এক ডিজাইনার এইসব বাতিল কাপড় দিয়েই দারুণ সব পোশাক তৈরির পথ খুলে দিচ্ছেন