ছাত্র আন্দোলনে যা বললেন শামীম ওসমান

2018-08-07 2

দুইজন শিক্ষার্থী বাসের চাপায় নিহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জে দুইদিন যে ছাত্র আন্দোলন হয়েছে তাতে অভিভূত নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান যিনি ছাত্র রাজনীতি করেই বেড়ে উঠেছেন। ৩ আগস্ট শুক্রবার দুপুর ২টায় শামীম ওসমান আসেন চাষাঢ়াতে। সেখানে তখন চলছিল এক গ্রুপ শিক্ষার্থীদের অবস্থান। শামীম ওসমানের বক্তব্যের পর অবস্থানকারীরা সরে যায় ও জব্দ করা চাবিগুলো পুলিশের কাছে তুলে দেয়।

Videos similaires