স্বর্ণের লোভ দেখিয়ে নারীদের নিঃস্ব করা রিক্সাচালক চক্র!-AnyNews24

2018-07-28 4

স্বর্ণের লোভ দেখিয়ে নারীদের নিঃস্ব করা ভয়ংকর রিক্সাচালক চক্র!
---------
স্বর্ণের লোভ দেখিয়ে নারীদের নিঃস্ব করা রিক্সাচালক চক্রের সদস্য সবুর। রিক্সা নিয়ে নরসিংদীসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। এই চক্রের রয়েছে আরো ৪-৫ জন সদস্য।

পথে গহনা পরা কোনো নারী পথচারী পেলে রিক্সায় তুলে নেয়। অন্য আরেক রিক্সায় অপর সদস্যদের হাতে থাকে নকল স্বর্ণের ব্যাগ/থলে। সে কৌশলে নির্জন এলাকায় ব্যাগটি ফেলে দেয়। চোখের ইশারায় বিষয়টি অপর সহযোগীকে জানিয়ে দেয়। কিছুদূর যেতেই রাস্তায় ব্যাগ পড়ে থাকতে দেখেছে বলে রিক্সা থামান আরেক সহযোগী। রাস্তা থেকে ব্যাগটি কুড়িয়ে নেয়।

ব্যাগ খুলে বের করে আনে নকল স্বর্ণ। এর মধ্যে একজন স্বর্ণগুলো কেনার আগ্রহ প্রকাশ করে। সহযাত্রী নারীটিকেও উদ্বুদ্ধ করে বারগুলো কিনে নিতে। বাজারের প্রচলিত দামের চেয়ে অনেক কম দাম হাঁকা হয়। এতে লোভে পড়ে যান পথ থেকে তুলে নেওয়া সহযাত্রী নারী।

ফাঁদে পড়ে নকল সোনার বিনিময়ে কখনও টাকা, কখনও গায়ে থাকা গহনা তুলে দেন প্রতারক চক্রের হাতে। টাকা কিংবা গহনা হাতে পেয়েই চম্পট দেয় প্রতারক চক্র। এভাবে শহরের বিভিন্ন এলাকার রিকশাযাত্রী নারীরাও প্রতারিত হন।

আজ রবিবার দুপুরে এইভাবে প্রতারিত হতে গিয়ে একটুর জন্য বেঁচে যান এক নারী। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে স্থানীয়রা। এসময় তার সহযোগীতা অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্কীকার করে। পরে পুলিশকে খবর দিলে নরসিংদী মডেল থানার এস আই মনির তাকে আটক করে থানায় নিয়ে যায়।

-----------------------------------------------------------------
Please connect our social media:

News Website: AnyNews24.Com

Music Website: BDSinger.Com

Our Facebook Group - https://web.facebook.com/groups/abirg...

Our Facebook Page - https://www.facebook.com/AnyNews24

Our Website - https://AnyNews24.com

Our Twitter - https://twitter.com/Bdsinger1291

Our Instagram - https://www.instagram.com/abirgroup

Thank you for watching our video | Click Like Share & Comment.
-----------------------------------------------------------------

Videos similaires