এই মাত্র পাওয়া: মধ্যরাতে কণ্ঠশিল্পী আসিফ আকবর কে গ্রেফতার করেছে পুলিশ!!

2018-06-07 3

আসিফ আকবর
মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে রাত দুইটার দিকে খবরটি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন। তার করা একটি মামলাতেই গ্রেপ্তার হন আসিফ।

জানা যায়, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেফতার করে।

এই ভিডিও রি-আপলোড করবেন না অনুমতি ছাড়া, এই ভিডিওটি রিআপলোড করা কপিরাইট আইনের লঙ্ঘন!
**COPYRIGHT** All rights reserved
Don’t forget to SUBSCRIBE ****Banglar Gutibazz*** Channel
LIKE & COMMENT
THANKS TO ALL