মোটামুটি ইংরেজী জানলেও ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং-এ সফল হওয়া সম্ভব! কিভাবে ভিডিওটি দেখুন!

2018-05-01 30

যারা ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং এর মত স্মার্ট কাজ করতে আগ্রহী তারা অনেকেই ইংরেজীতে দূর্বল থাকায় এই মুক্ত পেশায় আসতে সাহস করেন না। সমাজের অনেক মানুষের মধ্যেই বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে স্কিল আছে কিন্তু তারা ইংরেজী ভীতির কারনে তাদের ঐ স্কিলগুলোকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে পারছেন না।

এই ভিডিওটিতে আমি আমার ফ্রিল্যান্সিং কাজের উপর অর্জিত সফলতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে্ ইংরেজীর প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা করেছি। আশা করছি আমার মত মাঝারি বা নিম্ন মানের ইংরেজী জানা মানুষগুলোও এখান থেকে নিজের যোগ্যতা আন্তর্জাতীক বাজারে তুলে ধরার অনুপ্রেরণা পাবেন।

ধন্যবাদ

Free Traffic Exchange

Videos similaires