অবশেষে জানা গেল নেপালে বিমান দুর্ঘটনার আসল কারণ, কার ভুলে বিমান বিধ্বস্ত?| স্বজনদের মাঝে আহাজারি

2018-03-19 1

অবশেষে জানা গেল নেপালে বিমান দুর্ঘটনার আসল কারণ, কার ভুলে বিমান বিধ্বস্ত?| স্বজনদের মাঝে আহাজারি


নেপালের রাজধানীর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোলরুমের ভুলে BS-211 বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। কিন্তু টিআইএ’র দাবি, ভুল পাইলটের।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় ইউএস-বাংলার অফিসে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, কন্ট্রোলরুম থেকে একেকবার একেক নির্দেশনা দেয়া হয়। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, গত তিন বছরে ইউএস-বাংলা ৩৬ হাজার ফ্লাইট পরিচালনা করেছে কোনো ত্রুটি ছাড়া। এই ফ্লাইটেও কোনো ত্রুটি ছিল না। তবে টিআইএ’র জেনারেল ম্যানেজার রাজকুমার ছেট্রির বরাত দিয়ে নেপালের গণমাধ্যম কাঠমান্ডুপোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে ভুল পথে অবতরণের জন্য।



ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটিতে Subscribe করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ।


অবশেষে জানা গেল নেপালে বিমান দুর্ঘটনার আসল কারণ, কার ভুলে বিমান বিধ্বস্ত?| স্বজনদের মাঝে আহাজারি