ক্রিকেট ম্যাচ থেকে সাকিব-আল হাসানের বহিস্কার চেয়ে এবার আইসিসির কাছে নালিশ দিয়েছে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, জানা যায় ধোনির সাথে যোগ দিয়েছে ভারতের সাবেক ক্রিকেটার শুনিল গাভাস্কার।
শ্রীলংকা-বাংলাদেশের গতকালের টি-টুয়েন্টি ম্যাচের শেষ ওভারে নো বলকে কেন্দ্র করে সাকিবের সাথে আম্পেয়ারের কথা-কাটা কাটি হয়। এক পর্যায়ে তিনি খুব সম্ভবত ব্যাটসম্যানদের মাঠ থেকে উঠে আসার ইঙ্গিত দেন। সাকিবের প্রশ্ন ছিলো, কেনো পর পর ২টি বাউন্স বলের পরেও নো বল ডাকা হলো না। এ নিয়ে মাঠে আর গ্যালারিতে শুরু হয়ে গেলো হুলস্থল কান্ড। অবশেষে খালেদ মাহমুদ এসে পরিস্থিতি ঠান্ডা করলেন।
জানা যায় মহেন্দ্র সিং ধোনী ও সুনিল গাভাস্কার আইসিসিকে জানিয়েছে “ শ্রীলংকা-বাংলাদেশের টি-টুয়েন্টি ম্যাচে সাকিব আল হাসানের খারাপ আচরনে যথেষ্ট ক্ষুদ্য হয়েছেন তারা, সাকিব আল-হাসানের সহনশীলতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।
শুনিল গাভাস্কার আইসিসিকে নিজে বলেছেন- সাকিব অন্যায় করেছে তার সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত। সাকিবের এমন আচরনে আম্পেয়ারদের মর্যাদা ক্ষুন্য হয়েছে।
ম্যাচ পরবর্তী সময়ে আলোচনায় একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘আজ (গতকাল) যেটা হয়েছে সেটা ভাল কিছু ছিল না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’কে এই বিষয়ে আরো কঠোর হতে হবে। সাকিব মাঠের আম্পায়ারের ডিসিশনকে অমান্য করেছে তার বিচার হওয়া উচিত। তাদের বোর্ডেরও উচিত এই বিষয়ে সবাইকে সতর্ক করা।’
অন্যদিকে আজ জানা গেলো আইসিসি সাকিবকে তার আচরনের জন্যে জরিমানা করেছেন, এবং তার সাথে থাকছে সাকিবের জন্যে ডিমেরিটস পয়েন্টস।
আরো দেখুন-
১। মাহমুদউল্লাহর কাছে মাথা নত করলো আইসিসি ! দেখুন রিয়াদের প্রশংসায় কি বললেন আইসিসি