সিরিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত চালকের ভুলে, দাবি ইসরাইলের

2018-02-26 15

আসাদ বাহিনীর হামলায় নয় বরং চালকের ভুলের কারণে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

গেল ১০ ই ফেব্রুয়ারি সিরীয় ভুখণ্ডে ইরানের সেনা ঘাঁটিতে হামলার সময় একটি এফ-সিক্সটিন সিরিজের যুদ্ধবিমান ভূপাতিত হয়। বিমান বিধ্বস্তের তদন্ত শেষে বিমানটির পাইলটের পেশাগত ত্রুটিকে দায়ী করে এটিকে দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে ইসরাইলি তদন্ত কমিটি। চলতি মাসের প্রথম দিকে একটি ইরানি ড্রোন ইসরাইলি ভূখণ্ডে ভূপাতিতের দাবি করে সিরীয় ভূখণ্ডে হামলা চালায় ইসরাইলি বাহিনী।