ইসামের কথা ও আল্লাহ সঠিক দ্বীন ধর্ম হলো কুরআন ও হাদিস সুন্নাহ পালন করা । আল্লাহ এই পৃথিবীতে পরিক্ষা করছেন মানুষদেরকে । আ্ল্লাহ কাছে সকল কিছু হিসাব দিতে হবে । ফেরিশতাগন আল্লাহর দায়িত্ব পালন করেন । রসুল সাঃ এর কাছে এসেছে জিবরীল আঃ । জিবরিল আঃ মাধ্যমে কুরআন মাজিদ বা কুরআন শরীফ নাযিল হয়েছে । রসুল সাঃ হলো মানুষদের আদর্শ । ইসলাম ছাড়া অন্য ধর্ম বাতিল । নামাজ পড়তে হবে । সালাত বা সলাত আদায় করতে হবে । ইমান হলো প্রথম পর্যায় । ইমানের সাতটি বা ইমানের ছয়টি মুল বিষয় । তাওহীদ হলো আল্লাহ একত্ববাদ । ইসলামের পাচটি ভিত্তি । ইসলামের পাচটি মুল স্থম্ব্য । কুরআন হলো আলোর দীশারী । ইসলামিক ওয়াজ মাহফিল । ইসলামিক সহিহ আলোচনা । ইসলামের বক্তা কারা । ইলম শিখতে হবে । কুরআনের তাফসীর বয়ান ও তাফসীর । আল্লাহ ও তার রসুলদের কথা মানলে একজন বান্দা বা মানুষ জান্নাতে যাবে । কালেমা নামাজ রোজা হজ্জ্ব ও যাকাত । তাবলীগ মাধ্যমে ইসলাম প্রচার প্রসার করতে হবে। ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করতে হবে । ইসলামিক আইন বাস্তবিত করতে হবে । এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ । আল্লাহ কিয়ামতের দিন সবাইকে তার জীবন ফিরিয়ে দিবেন । হাশর মিযান পুলসিরাত হবে বিচারের মাঠে।আল্লাহ আরশ হলো আকাশে ব্যপ্তি । আখেরাতে জান্নাত ও জাহান্নাম হবে । যারা কাফের ফাসিক মুনাফিক মুশরিক ইসলামেরত দুশমন তারা জহান্নামে যাবে । জাহান্নাম খুবই কষ্টের জায়গা । পরকালে আল্লাহকে সবাই দেখতে পাবে । মৃত্যুর পরের জীবন হলো কবর । দুনিয়া হলো ফেৎনা । দুনিয়াত ভালো আমল জিকির সুন্নাত তরিকায় চলতে হবে ।