সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটায় রাশিয়া সমর্থিত সরকারি বাহিনীর বোমা হামলায় গত তিন দিনে নিহত হয়েছেন প্রায় তিনশ' বেসামরিক নাগরিক। যাদের মধ্যে রয়েছে অন্তত ষাট শিশু।
এলাকাটিকে 'পৃথিবীর বুকে নরক' হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। অবিলম্বে সেখানে সব ধরনের যুদ্ধ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।