আবারো প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির তালিকা প্রকাশ

2018-02-15 1

প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির নতুন তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংগঠন-আইসিআইজে। ২ লাখ ৯০ হাজার জনের ওই তালিকায় প্রথমবারের মতো এসেছে বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম। মাল্টায় তার নামে নিবন্ধিত রয়েছে ভেনাস ওভারসিজ হোল্ডিং কোম্পানি লিমিটেড নামের একটি অফশোর কোম্পানি।

গেলো বছরের ৬ নভেম্বর অর্থ কেলেঙ্কারির ১ কোটি ৩৪ লাখ গোপন নথি ফাঁস করে দ্বিতীয়বারের মত বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেয় আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন- ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস- আই.সি.আই.জে। এরআগে প্রথম ধাপের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প, কানাডার প্রধানমন্ত্রী জ্যাস্টিন ট্রুডো, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও পপতারকা শাকিরিসহ বিশ্বের বিভিন্ন ব্যবসায়ীদের নাম। যার ধাক্কা এখনো সামালে দিতে পারেনি অনেক দেশ।

প্যারাডাইস পেপারস নামের ওই অর্থ কেলেঙ্কারির রিপোর্ট যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে তথ্য প্রকাশ করছে অনুসন্ধানী সাংবাদিকদের এ সংগঠন। সম্প্রতি ২ লাখ ৯০ হাজার নতুন তথ্য ফাঁস করেছে সংস্থাটি। অন্তত ২০ বাংলাদেশি ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম অথবা ঠিকানা পাওয়া গছে সেখানে। এর আগে প্যারাডাইস পেপার্সে বাংলাদেশের আব্দুল আওয়াল মিন্টুসহ তার পরিবারের ১১ জনের নাম উঠে আসে।

এবার প্রথমবারের মতো এলো বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমশেরের নাম। নতুন নথিতে বলা হয়, ২০১০ সালে মাল্টায় তার নামে নিবন্ধিত হয় ভেনাস ওভারসিজ নামে একটি কোম্পানি। তালিকার অন্য প্রতিষ্ঠনগুলোও মাল্টাতেই নিবন্ধন করা হয়। এছাড়াও যেসব কোম্পানির নাম পাওয়া গেছে সেগুলোর মধ্যে আছে শাহনাজ হুদা রাজ্জাক ও ইমরান রহমানের নামে যৌথ মালিকানার ওমান আইস শিপিং এবং সাউদার্ন আইস শিপিং এবং প্রিয়াম শিপিং নামের কোম্পানি। প্রতিষ্ঠানগুলো নিবন্ধন হয় ১৯৯৯ সাল থেকে ২০০১ সালের মধ্যে।

নতুন তালিকায় ১ লাখ ২০ হাজার জনের নাম প্রকাশ করা হলেও আই.সি.আই.জে বলছে, তালিকা এখনো অসম্পুর্ণ। পর্যায়ক্রমে আরো নাম প্রকাশ করা হবে বলেও জানানো হয়। ২০১৬ সালের এপ্রিলে পানামা পেপার্স নামে অর্থ কেলেঙ্কারির গোপন তথ্য ফাঁসের খেসারত হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন নওয়াজ শরীফ।

Free Traffic Exchange

Videos similaires