শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2018. শুরুতেই অনেক জমজমাট এবারের বইমেলা l ১৯৭২ সালে তৎকালীন বর্ধমান হাউজ প্রাঙ্গণে মাত্র ৩২টি বই নিয়ে যে মেলার যাত্রা, তা আজ রূপ নিয়েছে অসাম্প্রদায়ি বাঙালির কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য ধারণ করা এই উৎসবের জন্য অপেক্ষার প্রহর শেষ। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় অমর একুশে গ্রন্থমেলা। মলাটবাধা বই তার নিজস্ব রূপ আর গন্ধে খোরাক যোগাতে শুরু করে পাঠকের পিয়াসি মনের। সুযোগ করে দেয় নতুনকে জানার। মাসব্যাপী চলা এই মেলা প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে শুক্র আর শনিবার মেলা খোলা থাকছে সকাল ১১ টা থেকে।