শীতকালীন অলিম্পিক: বিশ্বকে চমকে দিতে প্রস্তুত দ. কোরিয়া !

2018-02-09 155

জমকালো আয়োজনে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া। শীতকালীন অলিম্পিকের ২৩ তম আসর শুরু হচ্ছে আজ। সব আয়োজন শেষ। হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অংশ নেবে ৯২টি দেশ।

এরইমধ্যে ভিলেজে পৌঁছে গেছেন অংশগ্রহণকারী দেশের অ্যাথলেটরা। উইন্টার অলিম্পিক্সের বিস্তারিত সব খবর থাকছে এবারের প্রতিবেদনে।

পায়ংচ্যাং। দক্ষিণ কোরিয়ার পাহাড় আর সবুজে ঘেরা চমৎকার এক শহর। তীব্র ঠান্ডায় এখানকার সহজ সরল সাধারণ মানুষগুলোর জীবনে প্রাণের স্পন্দন এনেছে শীতকালীন অলিম্পিক গেমস। ২৩তম শীতকালীন অলিম্পিক গেমসকে স্বাগত জানাতে উৎসবের সাজে সেজেছে পুরো শহর। তীব্র ঠাণ্ডার মাঝেও চলছে সবার মাঝেই উৎসবের আমেজ।

ছিল নানা প্রতিবন্ধকতা। প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে চির বৈরি সম্পর্কের কারণে অলিম্পিক আয়োজন নিয়েই দেখা দিয়েছিলো অনিশ্চয়তা। গেল বছর বেশ কয়েকবার পারমানবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে আসর থেকে নাম প্রত্যাহারের হুমকি দেয় ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও উত্তর কোরিয়া। তবে, এবছর জানুয়ারিতে সব সমস্যার সমাধান হওয়ায় অংশগ্রহণ নিশ্চিত হয় ৯২টি দেশের।

দ্যা গ্রেটেস্ট শো অন আর্থে এবার ১৫টি ডিসিপ্লিনে ১০২টি টি ইভেন্টে অংশ নেবেন ২ হাজার ৯৫২ জন অ্যাথলেট। ১৯৮৮ সালের সিউল গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের পর প্রথমবারের মত শীতকালীন অলিম্পিক আয়োজন করছে দক্ষিণ কোরিয়া। বিশ্বকে চমকে দিতে থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পায়ংচ্যাং অলিম্পিক স্টেডিয়ামে হবে উদ্বোধন। অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে রাখবেন দেশ বিদেশের নামকরা সব শিল্পীরা।

South Korea ready to surprise the world with a splendid event The 23rd Winter Olympics begins today. The end of all the preparations. Will be the opening ceremony of the spectacular opening ceremony. Will take part in 92 countries.

Already the participants of the country's athletes have reached the village. The details of the Winter Olympics will be available in this report.

Pangchang Excellent city surrounded by mountains of South Korea and greenery. In the cold winter, the simple, simple people of the world brought the pulsation of life in the winter Olympic Games. To celebrate the 23rd Winter Olympics, the whole city is celebrating the festival. The intense cold is going on in the middle of the festival amaz

There were many obstacles Uncertainty appeared on the Olympic Games due to an ongoing hostile relationship with the neighboring country of North Korea. Last year, North Korea conducted nuclear missile tests several times. France, Germany, Austria and North Korea threatened to withdraw from the name of the players considering the safety of the players. However, in January this year, all the problems were resolved to ensure participation in 92 countries.

The Greatest Show on Arthy will take part in 102 disciplines in 15 disciplines, and 2 thousand 952 athletes will participate in this event. South Korea is organizing the first Winter Olympics since the 1988 Summer Olympic Games. The spectacular opening ceremony of the world will be astonishing. The inauguration will be held at the Pangchang Olympic Stadium. Celebrate the audience by celebrating the country's best known artist from all over the country.