সিরিয়ার আফরিনে কুর্দি বিরোধী অভিযানের মধ্যেই পাল্টা হামলা তুরস্কের !

2018-02-04 9

সিরিয়ার আফরিনে কুর্দি বিরোধী অভিযানের মধ্যেই পাল্টা হামলায় তুরস্কের ৭ সেনা নিহত হয়েছেন। তুর্কি সামরিক ট্যাংকে গোলা হামলা ও সশস্ত্র গোষ্ঠী ওয়াপিজি'র আলাদা রকেট হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে দাবি আঙ্কারার। এদিকে, আফরিনে দিন দিন সংঘাত বাড়তে থাকায় হুমকিতে পড়েছে সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা।

এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে আইএস বিরোধী লড়াইয়ে অংশ নিলেও, এখন শত্রুতে পরিণত হয়েছে সশস্ত্র কুর্দি গোষ্ঠী YPG এবং আসাদ বিরোধী সশস্ত্র জোট ফ্রি সিরিয়ান আর্মি- এফএসএ। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আফরিনের কাছে সিরিয়ার বোলবোল এলাকায় দু'পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।

সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলে শুরু হওয়া কুর্দি বিরোধী অভিযানে এফএসএ তুরস্কের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এর মধ্যেই কুর্দি বিদ্রোহীদের পাল্টা হামলায় একদিনে ৭ তুর্কি সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার আফরিনে একটি ট্যাংকে গোলা হামলায় মারা যান ৫ সেনা। একই দিন সীমান্তে এলাকায় হামলায় একজন এবং তুর্কি ভূখণ্ডে রকেট হামলায় আরেক সেনা প্রাণ হারান।
এ নিয়ে উত্তর সিরিয়ায় কুর্দি বিরোধী অভিযান শুরু পর এ পর্যন্ত ১৪ তুর্কি সেনার মৃত্যু হলো। এ সব হামলার জন্য সশস্ত্র কুর্দি গোষ্ঠী ওয়াইপিজি-কে দায়ী করেছে আঙ্কারা।

Turkish troops killed in Syria's counter-insurgency operations in counter-attack The incident happened in separate attacks in the Turkish military tank and in separate rocket attacks by the armed group WAPZ, Ankara said. Meanwhile, Afrin has been threatened due to the increase in the conflict day by day the residents' security.

Once, while taking part in the anti-IS fight against shoulder shoulder, now the enemy has become an enemy YPG and armed Syrian army free anti-Assad Alliance - FSA. A video published online shows that there is a clash between the two sides in the Syrian Bolbol area of ​​Afrin.

The situation became even more complex when FSA joined Turkey in recent anti-Kurdish campaign launched in northern Syria.
Meanwhile, in the counter attack of Kurdish rebels, 7 Turkish soldiers died in a day. Afreen on Saturday killed five people in a gun attack. On the same day, one in the area on the border and one in the Turkic territory lost another army.
With the start of anti-Kurdish campaign in northern Syria, so far 14 Turkish soldiers died. Ankara has blamed the armed Kurdish group YipGi for all these attacks.

Videos similaires