ইদলিবে রুশ বাহিনীর পাল্টা হামলায় নিহত ৩০ বিদ্রোহী !

2018-02-04 9

সিরিয়ায় বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ইদলিবে রুশ বাহিনীর পাল্টা হামলায় অন্তত ৩০ জন বিদ্রোহী নিহত হয়েছে। শনিবার ভূপাতিত বিমানের পাইলট প্যারাশুট নিয়ে নামার চেষ্টা করলে তাকেও হত্যা করে বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র বলছে, তারা পুরো বিষয়টির দিকে নজর রাখছে। তবে দাবি করেছে, তারা তাদের সমর্থিত বিদ্রোহীগোষ্ঠীকে কোনো বিমানবিধ্বংসী অস্ত্র দেয়নি।

সিরিয়ার ইদলিবের আকাশে বিদ্রোহীদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই প্রাণ বাঁচাতে পাইলট লাফ দেন প্যারাশুট নিয়ে। তবে শেষ রক্ষা হয়নি, মাটিতে নেমে আসার পর তাকে গুলি করে হত্যা করে বিদ্রোহীরা।

At least 30 rebels have been killed in a counter attack by the Russian forces in the Idlib region after a rebellion of Russian rebels hit the Syrian rebel missile. On Saturday, the pilot tried to take a parachute with the pilot, and killed him, the rebels killed him. The United States says they are looking into the whole issue. However, it claimed that they did not give any warhead weapons to their supported rebels.

The pilot jumped off the parachute to save lives after the rebels' air strikes hit the Eidolib air in Syria. But the last was not saved, after coming down to the ground, the bullets shot him and killed the rebels.