গেলো কয়েক বছরে পুলিশে যোগ হয়েছে বিভিন্ন বিশেষায়িত ইউনিট। বেড়েছে জনবলও। কিন্তু সেবার মান বেড়েছে কতটা? জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক থাকার কথা স্বীকার করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে তাদের দাবি কল্যাণমূলক পুলিশিংয়ের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। এদিকে বিশ্লেষকদের মতে, কিছু ক্ষেত্রে পুলিশের সফলতা আছে তবে নানা কারণে প্রত্যাশা মতো দক্ষ পুলিশ বাহিনী গড়ে উঠেনি।
A few years ago, several specialized units were added to the police. Increased manpower But the quality of service has increased? Senior officials of the police have admitted that there is a difference between the expectations and the availability of the people. However, they are moving forward towards welfare policing. Meanwhile, according to analysts, in some cases the police have success, but for many reasons, efficient police force was not developed as expected.