বিশ্বে বিভিন্ন দেশে তীব্র শৈত্যপ্রবাহ-তুষারঝড় !

2018-01-06 7

যুক্তরাষ্ট্রে তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্য। ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা এ যাবৎকালের সর্বনিম্ন। তাপমাত্রা আরও কমে তা হিমাঙ্কের ৪০ ডিগ্রি পর্যন্ত নিচে নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কানাডায়ও তীব্র শীতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভারতের উত্তর প্রদেশে শৈত্যপ্রবাহে এ পর্যন্ত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

In the United States, the number of deaths in severe cold wave and snowflakes increased to 22 As the roads cover the ice, the communications have been cut off in the east of various states. Minus 30 degrees Celsius temperature has been recorded in various parts of the region; Which is the lowest of all time. It is also feared that temperatures may drop below 40 degrees in the humankind. Two people have died in severe winter in Canada. Besides, news of the death of four people in Uttar Pradesh in the cold wave has been reported so far.