যাত্রী বাড়লেও কমেছে বিমানের সেবার পরিসর

2018-01-04 15

প্রতিষ্ঠার ৪৬ বছরে বাংলাদেশ বিমানের যাত্রী বাড়লেও কমেছে সেবার পরিসর। ৫২টি দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি থাকলেও বর্তমানে মাত্র ১৫টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান। বিশেষজ্ঞদের মতে, ব্যবস্থাপনার দুর্বলতা ও দক্ষ লোকবলের ঘাটতির কারণে কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারেনি সংস্থাটি। তবে সময়সূচী ঠিক রাখা ও সেবার মান বাড়ানো গেলে, বাড়বে বিমানের মুনাফা। বিমানের প্রত্যাশা, চলতি বছরে অত্যাধুনিক প্রযুক্তির আরও পাঁচটি উড়োজাহাজ বহরে যুক্ত হলে চিত্র পাল্টাবে।

In the 46 years of the establishment of the Bangladesh Biman passengers increased the range of services. Although there are bilateral agreements with 52 countries, the airline currently operates flights on 15 international routes. According to experts, the company could not move to the desired position due to lack of management and lack of skilled manpower. But keeping the schedule well and increasing the quality of service, the airline's profits will increase. Biman's expectation, the picture will change if more five aircraft are added to the fleet of sophisticated technology this year.