বছর শেষ হবার আগে আরও একটি স্বীকৃতি পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জিনেদিন জিদান। দুবাইয়ে ৮ম গ্লোব সকার অ্যাওয়ার্ডে বছরের সেরা ফুটবলার ও কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের এই দুই নক্ষত্র। এছাড়া বছরে ৫টি শিরোপা জেতায় বর্ষসেরা ক্লাবও নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ।
Cristiano Ronaldo and Zinedine Zidane got another recognition before the end of the year. The two stars of Real Madrid won the award for best footballer and coach of the year at the 8th Globe Soccer Award in Dubai. Apart from this, the club of the year also won five titles, Real Madrid has also been selected.