ঘরের মাঠে দুর্বল বার্নলির বিপক্ষে ২-২ গোলে ড্র করে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেছেন জেসে লিনগার্ড। এদিকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ২-০ গোলে জিতেছে চেলসি। এর আগে হ্যারি কেইনের হ্যাটট্রিকে সাউদাম্পটনকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। প্রিমিয়ার লিগে এক বছরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন হ্যারি কেইন।
হ্যারি কেইনময় দিন। ঘরের মাঠে দ্যুতি ছড়ানো শুরু ম্যাচের ২২ মিনিটে। দারুণ হেডে গোল করেছেন। এদিক ওদিক করেছেন রেকর্ড বইয়ের পাতা। এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি গোলের মালিক এখন কেইন। ১৯৯৫ সালে গড়া আ্যালান শিয়েরার ৪২ গোলে ভাগ বসিয়েছিলেন আগের ম্যাচেই।