চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজ রাতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি------- রাজিউন। এমন একটি সংবাদ গতকাল কিছু গণমাধ্যমে ছড়িয়ে পরে। সাথে সাথেই সংবাদটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ভুল সংবাদে মুষড়ে পড়েন ডিপজল ভক্তরা।পরে জানা গিয়েছে তিনি মারা যান নি, তার হার্টের রক্তনালিতে একাধিক ব্লক পাওয়া গেছে। আগামী সোমবার তাঁর হার্টের অস্ত্রোপচার করা হবে। তবে কী ধরনের অস্ত্রোপচার করা হবে, তা আজ চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন। আজ শনিবার সন্ধ্যায় তাঁর মেয়ে অলিজা মনোয়ারের বরাত দিয়ে ডিপজলের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর গনমাধ্যমে এই তথ্য জানান। ডিপজল এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।