# মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে- মুহিত: রোহিঙ্গাদের ফেরত নেবে না- এরশাদ....
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার এ দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এ দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে দোলা দিয়েছে। তবে আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। আমাদের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা করে যাচ্ছেন।
এদিকে, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমার মনে হয় কোনো দিনই রোহিঙ্গাদের আর ফিরিয়ে নেবে না মিয়ানমার সরকার। এদের ভার আমাদেরই বহন করতে হবে। ওদের আশ্রয়-খাবারের ব্যবস্থা আমাদেরই করতে হবে।’
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোহিঙ্গাদের কথা উল্লেখ করে বলেছেন, ‘এই মুহূর্তে প্রয়োজন ছিল সরকারের দায়িত্ব নেয়ার। সেই মুহূর্তে তাঁরা তা নেয়নি; বরং নেতিবাচক কথা বলেছে। তাদের আইনশৃঙ্খলা বাহিনীর একটি সংগঠনের প্রধান প্রতিহত করা হবে, তাদের বলেছে। সরকার নির্লিপ্ত থাকার কারণে নাফ নদীতে অনেক শিশু, অনেক নারী সেখানে ভেসে গেছে। ওইদিকে আপনার নিরাপত্তা বাহিনীর গুলি, আর এদিকে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ সরকারের ভ্রান্তনীতির কারণেই আজকে অনেক রোহিঙ্গার সলিল সমাধি হয়েছে।’
# ভবিষ্যতে রোহিঙ্গাদের মতো অবস্থা আমাদেরও হতে পারে: আজম খান...... ২০১৭-০৯-২৪
ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আজম খান বলেছেন, ভবিষ্যতে রোহিঙ্গাদের মতো অবস্থা আমাদেরও হতে পারে। গতকাল (শনিবার) লক্ষনৌতে সমাজবাদী পার্টির রাজ্য সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি ওই আশঙ্কা ব্যক্ত করেন।
আজম খান মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘ওরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানকে বিভক্ত করে আলাদা করে দিতে চাচ্ছে। আপনারা হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টানের সম্মিলিত শক্তিতে পরিণত হোন। আমি আপনাদের সকলের পুরোনো সঙ্গী।’
তিনি বিজেপিকে টার্গেট করে বলেন, ‘যারা আমাদের পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তারা বলুন আমরা ভারতে সবচেয়ে ভালো মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় কি পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছি?’
# ‘পারস্য উপসাগর মার্কিন সেনাদের জন্য জাহান্নামে পরিণত হবে’
ইরানের একজন পদস্থ সেনা কমান্ডার বলেছেন, তার দেশের বিরুদ্ধে বক্তব্য দেয়ার আগে মার্কিন প্রেসিডেন্টের উচিত ইরান সম্পর্কে আমেরিকার সেনা কর্মকর্তাদের বক্তব্যকে গুরুত্ব দেয়া। জাতিসংঘে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কথা উল্লেখ করে একথা বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিমান শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। ২০১৭-০৯-২৩