এসএসএফ ( SSF) পুরো নাম স্পেশাল সিকিউরিটি ফোর্স (Special Security Force) , বাংলাদেশের সব থেকে ভয়ংকর, চৌকশ এবং উচ্চ প্রশিক্ষন প্রাপ্ত এই বাহিনী। এই বাহিনীর প্রধান কাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ অন্যান দেশি এবং বিদেশী বিশেষ ব্যাক্তিকে নিরাপত্তা দেওয়া। এবার চলুন দেখে আসি কতটা ভয়ংকর এই স্পেশাল সিকিউরিটি ফোর্স।
এসএসএফ (SSF) এর সদস্যরা সব ধরনের অস্ত্র সমান ভাবে চলাতে সক্ষম, যা অন্য অনেক বাহিনী পারে না। এসএসএফ (SSF) সদস্যদের থাকে বোমা এবং অন্যন্য বিস্ফোরক দ্রব্যের উপরে বিশেষ ট্রেনিং। এসএসএফ (SSF) এর সদস্যদের গাড়িচালানোর জন্যে বিশেষ ট্রেনিং দেওয়া হয়।
আরো দেখুন -
১। বাংলাদেশ সেনাবাহিনীর "অস্ত্র কারখানা" !! দেখুন কি কি ভয়ংকর সমরাস্ত্র দেশেই বানানো হচ্ছে
২। বাংলাদেশের ভয়ংকর "সোয়াট দল" !! দেখুন তাদেরকে কে বানিয়েছে, তারা কতটা ভয়াবহ
৩। বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছে "অস্ত্র গোলাবারুদ" ! দেখুন কি কি ভয়ংকর সমরাস্ত্র বিদেশে যাচ্ছে
৪। পৃথিবীর সেরা ভয়ংকর যুদ্ধ বিমান "বাংলাদেশে"। বাংলাদেশ আর কাউকে ভয় পায় না। দেখুন বিমানটি কতটা ভয়ংকর
৫। ভয়ংকর যুদ্ধ বিমান "বাংলাদেশে" ! পৃথিবীর আর কারো কাছে নেই !! দেখুন বিমানটি কতটা ভয়ংকর