ভয়ংকর "রোহিঙ্গা আর্মি" মায়ানমারে !!! রোহিঙ্গা মুসলিমদের মুক্তিযুদ্ধ শুরু, বিস্তারিত ভিডিওতে

2017-09-07 1

অং সান সুচির করুন পরিণতি। রোহিঙ্গা সালভেশন আর্মি এবার মায়ানমারকে শেষ করে দিবে।

একটা ব্যাপার খেয়াল করুন রোহিঙ্গা যারা আসছে বেশই নারী, কিন্তু পুরুষরা কোথায় ??জানলে সত্যিই রোহিঙ্গা মুসলিমদের স্যালুট জানাবেন!! মায়ানমারের মুসলিম রোহিঙ্গারা দীর্ঘদিন ধরেই বৌদ্ধ ধর্মের সেনাবাহিনীদের হাতে নির্যাতিত হচ্ছে, একথা আজকের নতুন নয়।

অগ্নিসংযোগ করে পুড়িয়ে তছনছ করে দেয়া হচ্ছে রোহিঙ্গাদের বসত ঘর ও ধন সম্পত্তি। এখনো অব্যাহত রয়েছে এমন হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞের পর রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা অন্তত ৮ হাজার রোহিঙ্গা নারী-শিশু বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আরো কয়েক হাজার মানুষ সীমান্তে প্রবেশের জন্য অপেক্ষা করছে।

কিন্তু মুসলিমরা অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাড়াতে জানে, তারা অবিচারের জবাব দিতে জানে। নারী-শিশু কিশোররা বাংলাদেশে পালিয়ে আসলেও, রোহিঙ্গা পুরুষেরা মায়ানমারে গোপনে সংগঠিত হচ্ছে। রোহিঙ্গা পুরুষদের সমন্বয়ে গঠিত হচ্ছে ভয়ংকর রোহিঙ্গা আর্মি। বিশ্ব বার্তা সংস্থা এ এএফপি রোহিঙ্গা সেনাদল গঠনের ব্যাপারটি নিশ্চিত করেছেন। রোহিঙ্গা আর্মি গঠনের উদ্দ্যেশ্যে পুরুষেরা আরাকান রাজ্যের জংগলে একত্রিত হচ্ছে। আরাকানের বিভিন্ন পাহাড়ে লুকিয়ে থেকে তারা সংগঠিত হচ্ছেন দীর্ঘ মেয়াদে যুদ্ধের জন্য।

আরো দেখুন-
১। তাজা খবরঃ ৪০ হাজার "মুসলমানকে" ভারত থেকে তাড়িয়ে দিচ্ছেন মোদী সরকার ? এ কেমন নির্যাতন !


২। ভয়ংকর যুদ্ধ বিমান "বাংলাদেশে" ! পৃথিবীর আর কারো কাছে নেই !! দেখুন বিমানটি কতটা ভয়ংকর

Videos similaires