এই মাত্র পাওয়া খবরঃ বাংলাদেশের আকাশে এটা কি? বাংলাদেশ ভেসে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা

2017-08-20 6

বাংলাদেশের ওপর মাউন্ট এভারেস্টের থেকেও বেশি উঁচু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। এই মেঘ এতটাই উচ্চতা পর্যন্ত উঠে গিয়েছে যে তা ২৫০ মাইল দুরে মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। দুই দিন আগে মহাকাশচারী রাডলফ ব্রেসনিক মহাকাশ থেকে এই ছবি তুলেছেন। এই ব্যাপক আকারের বজ্রগর্ভ মেঘের কারণে ভারতের পাশাপাশি বাংলাদেশেও ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রাডলফ ব্রেসনিক গত শনিবার যে ছবিটা তুলছেন তা চমকে ওঠার মতই। আশে পাশে আর কোনও বজ্রগর্ভ মেঘ না থাকায় এই পাহাড়প্রমাণ মেঘই আলাদা করে নজর কেড়েছে। ২৫০ মাইল দুরে মহাকাশ থেকেও যা স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকী মেঘের ছায়াও যা পড়েছে তাও কয়েকশো কিমি জুড়েই। মধ্যভারতের ওপর এই বজ্রগর্ভ মেঘ এতটাই ওপরে উঠে গিয়েছে যে তা পৃথিবীর সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছে। আর বাড়ার জায়গা না পেয়ে তাই মেঘের ওপরটা অনেকটা চ্যাপ্টা হয়ে টেবল টপের আকার নিয়েছে।

এদিকে এই ভয়ঙ্কর বজ্রগর্ভ মেঘের মধ্যে জমে থাকা পানি শুধুই ভারতেই নয়, বাংলাদেশ ভেসে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
details at -

আরও দেখুন -
এই মাত্র প্রকাশিত: বন্যায় ভেসে যাচ্ছে দিনাজপুর!! দেখুন ভংকর বন্যার ভয়াবহ রূপ



Subscribe here:
Facebook Page:
Google+:

Videos similaires