Khela Hobe (Official Video) - Champions Trophy 2017 - Shouvik Ahmed - Bangladesh Cricket

2017-08-13 1

Watch the ICC CT17 Bongo theme song, Sun Chips presents 'Khela Hobe', by Shouvik Ahmed for the ICC Champions Trophy 2017!

For GP users, type WT (space) 6623490 and send to 4000
For Airtel users, type CT (space) 6623490 and send to 3123
For Teletalk users, type TT (space) 6623490 and send to 5000

Special thanks to Fuad Al Muqtadir for compositing the beats of the chorus and to Shoumik Ahmed, Xefer Rahman, Ridy Sheikh, Mushfiq. R. Farhan, Ishrat Zaheen and Zaki Zarif Bin Abdullah for their special appearances and immense contribution!

Composition : Shouvik Ahmed
Lyrics: Shouvik Ahmed
Vocals: Shouvik Ahmed
Music Producer: Tahsin Ahmed
Choreographer: Ridy Sheikh
#KhelaHobe

খেলা হবে (Lyrics)

ঘরে ঘরে সবাই মিলে
বসে যখন দেখতে খেলা,
দুপুর, ভোর কিংবা বিকাল
হোকনা সেটা রাতের বেলা।

একই সাথে মনে সবার
জয়ের থাকে বড় আশা,
মাঝে মাঝে পরাজয়ের
আগমনে হয় হতাশা।

জয় পরাজয় তো থাকবেই
যে কোন খেলায়
আশা না কেউ হারাবো,
হাসি মুখে সবাই মিলে তো আমরা সবাই
তালে তালে জয়গান গাবো।

হবে হবে খেলা হবে
ও প্রিয়জন,
হবে হবে খেলা হবে,
সুখের মহোৎসব হবে
ও জনগণ
হবে হবে খেলা হবে।

চার ছক্কার সুরে
বল উড়ে যায় দূরে,
সেই উড়াল দেখে
নাচে সবাই ফুর্তিতে।

ক্যাচ করে ফেললে সেই বল
হাত সবার কপালে,
সারাদেশ চলে আসে
টেনশনে এক বৃষ্টিতে।

প্রমাণ এইবার করবেই বাংলাদেশের
খেলোয়ার এইসবগুলো,
ভীতি ভয় সব ত্যগ করে
আরে তাদের সাথে মিলাই আমরা গলা চল।

হবে হবে খেলা হবে
ও প্রিয়জন
হবে হবে খেলা হবে,
সুখের মহোৎসব হবে
ও জনগণ
হবে হবে খেলা হবে।

Subscribe to Bongo on YouTube! http://youtube.com/bongobd

Follow Bongo:
Twitter: https://twitter.com/BongoBD
Facebook: https://facebook.com/watch.bongo
Google: http://google.com/+bongobd