ইজি বাইকের চালকের আসনের ঠিক পেছনেই যাত্রীদের বসার দুইটি আসন থাকে। কিন্তু এই দুই আসনের মাঝে ছোট একটি ফাকা, যার ঠিক নীচেই মটরটি থাকে। এই আসনগুলোয় কোন মেয়ে বসলে তার ওড়না, চাদর ফাকা দিয়ে নীচে নেমে মটরে পেঁচিয়ে যায়। এক মুহূর্ত আগেও হয়তো সে গল্প করছিল, পরের মুহূর্তেই সে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেল। এর ভয়াবহতা অনেক বেশী।''
তিনি জানালেন, এ পর্যন্ত সিআরপিতে এরকম ত্রিশ জন রোগী এসেছে। কিন্তু বাস্তবে এই সংখ্যা আরো বেশি হবে বলেই তাদের ধারণা। কারণ প্রত্যন্ত এলাকাগুলোয় কেউ মারা গেলে সেটার হয়তো খবরও হয়না। ছোটখাটো আহতরাও ঢাকা বা সিআরপিতে আসেনা।
বাংলাদেশে গত কয়েকবছর ধরে ইজি বাইক নামের ব্যাটারিচালিত তিনচাকার যানগুলোর চলাচল শুরু হয়েছে। চীন থেকে আমদানি করা এসব যান মূলত বড় শহরগুলোর বাইরে চলাচল করলেও, সরকারি কোন দপ্তরই এসব যানের নিবন্ধন বা চলাচলের তদারকি করে না। ফলে এ ধরণের যানের নিরাপত্তার বিষয়টি রয়ে গেছে উপেক্ষিত।
অনেক ইজিবাইকে এই ফাকাটি আলাদাভাবে ঝালাই করে বন্ধ করে দেয়া হলেও বেশিরভাগ বাইকেই ফাঁকাটি খোলা।