বাবা হচ্ছেন সালমান খান !!!

2017-07-30 6

সম্প্রতি ফিল্মফেয়ার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাল্লু তাঁর এই গোপন ইচ্ছার কথা জানান। তিনি বলেন, ‘সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। আমি নিশ্চিত আমার বয়স যখন সত্তর হবে, তখন আমার সন্তানের বয়স হবে কুড়ি। আর সে সময় হয়তো আমি বিয়ের কথা ভাবতে পারি।’
এরপর এই ‘টিউবলাইট’ অভিনেতা বলেন, ‘আমি এখন বা শিগগিরই সন্তানের বাবা হতে চাই। তিন-চার বছরের মধ্যে আমি নিজের সন্তান নিতে চাই। আর এর একমাত্র কারণ হলো আমি চাই আমার মা-বাবা যেন আমার সন্তানকে দেখে যেতে পারেন। অবশ্য বিয়ে করব কি না, সে বিষয়ে এখনো বেশ সন্দেহ আছে। যদিও বিয়ে ছাড়া সন্তান পাওয়া একটু কঠিন বটে। কিন্তু আমি সেটার ব্যবস্থা করে নেব।’

Videos similaires