Khaja Baba khaja Baba Marhaba - Zakiya Sultana Kornia — attending Love in Dhaka Concert with Sunidhi Chauhan at International Convention City Bashundhara - ICCB.
খাজা বাবা খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুনগান - Zakiya Sultana Kornia
খাজা বাবা খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুনগান - Zakiya Sultana Kornia — attending Love in Dhaka Concert with Sunidhi Chauhan at International Convention City Bashundhara - ICCB.
খাজা বাবা খাজা বাবা
খাজা বাবা খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুনগান।
একদিন আমার বড় পীড়ে ডাকদিয়া কয় খাজারে তোমর বদন কেন এতই ম্লান,
খাজা কয় পীরেরে, তিন দিনের অনাহারে রুহের খোড়াক আমার সামাগান।
গান বাজনা ইশকের গাজা , করিলে হয় রুহু তাজা করিলে হয় রুহু তাজা
না করিলে পাই সাজা, বাচেনা প্রান।
পীড় কয় খাজারে গান গেয়ে শোনাও মোড়ে।
আশেক রিদয় বড় পেরেশান।
খাজা বাবায় গান তুলে পীড়ে নাচে তালে তালে, আর ও নাচে
আল্লাহর যমীন আসমান
পীড়ে কয় আল্লাহ আ্ল্লাহ , লা ই লাহা , হয়ে যায় খানাপিনা রুহের খোড়াক,
পীড়ের হাতে লাঠি দিয়া, পৃথীবী লয় থামাইয়া, আরেক হাতে উপরে দিয়া
ঠেকায় আসমান,
খাজা বাবার আশেক হলে এইগানে মাশেক মিলে
আশেক মাশেক করে মধুপান।