প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার সফট বনরুটি/বান রেসিপি। অনেকেই বলে থাকেন বাসায় এটি তৈরী করা যায়না। গেলেও পর্যাপ্ত সফট হয়না। এটি আসলে নির্ভর করে খামির তৈরীর উপর। তো দেখুন কিভাবে আমি তৈরী করেছি। আশা করছি এটি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ফেসবুক বা যে কোনো মাধ্যমে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও মজাদার সব রান্নার ভিডিও পেতে ফলো করুন আমার চ্যানেলটি।