Today, I'm showing you how to make Roasted Peanuts. This is so so easy. Many people think, roasting peanuts is not possible on stove top! But, it's wrong! It's possible. It takes only 7-10 minutes.
আজ আপনাদের দেখাবো, কিভাবে বাদাম ভাজা তৈরী করতে হয়। সচরাচর আমরা বাজার থেকে যে বাদাম ভাজা কিনে খাই, এতে নানান ক্ষতিকারক দ্রব্য মেশানো থাকে। ভেজাল তেল, অসাস্থ্যকর পরিবেশ আর ধুলোবালি খেয়ে প্রতিনিয়ত আমরা অসুস্থ হচ্ছি। এ থেকে বাঁচতে নিজেই তৈরী করা সবচেয়ে উত্তম। অনেকেই মনে করেন ওভেন ছাড়া গ্যাসের চুলায় বাদাম রোষ্ট করা বা ভাজা যায়না ঠিকমতো। এটি ভূল ধারণা। গ্যাসের চুলায়ও এটি সম্ভব! তো চলুন, দেখে নেয়া যাক, কিভাবে মাত্র ৭-১০ মিনিটে তৈরী করবো বাদাম ভাজা!
আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেল ভিজিট করুন। আর ভালো লাগলে অবশ্যই ফলো ও শেয়ার করুন।